Thursday

জনক


না-
তিনি রাতের আঁধারে পালিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ চলে যান নি,
কিংবা ছদ্মবেশে শত্রুর চোখকেও ফাঁকি দেন নি।
শত্রুর সামনেও তিনি ছিলেন হিমালয়ের মতই অবিচল,
আর কেওকারাডংয়ের প্রকৃতির মতই উচ্ছল, ছল-ছল।

তিনি এসেছিলেন তারা ঝরা রাতে, শুন্যে মিলিয়ে যাওয়া শিখায় ভর করে,
যে শুনেছে সে বজ্র কন্ঠ, আজও বেদনা ঝরে।
হিম-হিম, চিন-চিন এক অজানা ব্যাথায় বুক কেদে ওঠে,
এ শুন্যতা পুর্ন হবে কি করে? মেঘের কোলে আজও তারারা ছোটে। 

 
Share:

1 comments:

জিন্নাত আরা said...

”যে শুনেছে সে বজ্র কন্ঠ, আজও বেদনা ঝরে।
হিম-হিম, চিন-চিন এক অজানা ব্যাথায় বুক কেদে ওঠে,”